ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাল্যবিবাহ রোধে নড়িয়ায় তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত

নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি: তরুণ-তরুণীদের মাঝে বাল্যবিয়ে প্রতিরোধ সহ সমাজের বিভিন্ন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শরীয়তপুরের নড়িয়ায় বাংলাদেশ বেতারের ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত হয়েছে।

 

গতকাল বুধবার (১৭ মে) বিকালে নড়িয়া উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষক, শিক্ষার্থী ডাক্তার, সাংবাদিক সহ সচেতন নাগরিকদের উপস্থিতিতে তারুণ্যের কন্ঠ অনুষ্ঠিত হয়।

বাল্যবিয়ের কুফল ও প্রতিরোধের উপায় নিয়ে বাংলাদেশ বেতারের জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল নিয়মিতভাবে সারাদেশের বিভিন্ন জেলা উপজেলায় এই অনুষ্ঠান করে থাকে।

 

অনুষ্ঠানে নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, বাল্যবিবাহ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকর। আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি। আমাদের সবার উচিৎ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা তৈরি করা।আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। ‘বাংলাদেশ বেতারের তারুণ্যের কণ্ঠ অনুষ্ঠানে অংশগ্রহণকারী তরুণ-তরুণী বাল্যবিয়ে প্রতিরোধে সচেষ্ট হবে এবং বেতার শ্রোতা ও অভিভাবকগণ এ বিষয়ে সচেতন হবেন বলে আমি বিশ্বাস করি। এছাড়া আগামী প্রজন্ম শনির্বল হওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করবে।’

উপস্থাপক সজীব দত্ত জানান, অনুষ্ঠান টি গত ০৮ বছর ধরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আই.ই.এম ইউনিটের আর্থিক সহযোগিতায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল বাংলাদেশ বেতার সারাদেশে আয়োজন করে চলেছে। আগামী ১০ জুন শনিবার রাত ০৮ টা ১০ মিনিটে পরিচালক মোঃ বশির উদ্দীন এর নির্দেশনায় উপ-পরিচালক মোঃ আমিরুল ইসলামের তত্বাবধানে, সহকারী পরিচালক তোফাজ্জল হোসেনের প্রযোজনায় বাংলাদেশ বেতার ঢাকা ক ও এফ এম ১০৬ মেগাহার্টজ এ তারুণ্যের কন্ঠ প্রচার হবে।

 

সজীব দত্তের উপস্থাপনায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডঃ মোঃ আতিউর রহিম, আর টিভি শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহীম হোসাইন, পরিবার কল্যাণ পরিদর্শিকা নুসরাত জাহান, অভিভাবক সুমা পাল, শিক্ষার্থী সাহারা ফাতেমা আয়েশা সুমাইয়া সহ অনেকে।


error: Content is protected !!