ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, বুধবার, ২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
নিহত ২, আহত ৯

মুন্সীগঞ্জ বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে

অধীর রাজবংশী , শ্রীনগর , মুন্সিগন্জ:
বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ শ্রীনগরের কেওটখালি এলাকায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত ও আহত হয়েছে অন্তত নয়জন।

দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক আইল্যান্ডে ধাক্কা লাগলে ওই দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও শ্রীনগর ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জ শ্রীনগরের কেওটখালি এলাকার ঢাকামুখি লেনে দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে আইল্যান্ডে ধাক্কা দিলে ওই দূর্ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হয়। আহতদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করে।

 

এ বিষয়ে মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মাহফুজ রিভেন জানান, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের টিম। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১১ জনকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হলে দায়িত্বরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।গুরুত্ব আহত ৭জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


error: Content is protected !!