ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনও’র ওপর হামলা, বিএফএসএ’র নিন্দা

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ)।

আজ শনিবার এক বিবৃতিতে বিএফএসএ জানায়, বিএফএসএ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এবং বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩১ ব্যাচের কর্মকর্তা জনাব ওয়াহিদা খানমের দ্রুত সুস্থতা কামনা করছে।

বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশন (বিএফএসএ) এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানপূর্বক দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে সঠিক বিচার নিশ্চিত করা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারি দায়িত্ব পালনরত সকলের যথাযথ নিরাপত্তা জোরদার করার দাবি জানায়।


error: Content is protected !!