ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

একজন রাজনীতিবিদের কাছে সবচেয়ে গুরত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন সাংবাদিক: পানিসম্পদ উপমন্ত্রী

শরীয়তপুরে সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া আর্থিক সহায়তার চেক বিতরণ ও শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের অফিস উদ্বোধন অনুষ্ঠানে তিনজন গুণী ব্যক্তি কে সম্মাননা প্রদান পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।

করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় শরীয়তপুর জেলার সাংবাদিকদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার সময় শরীয়তপুর সদর উপজেলা মিলনায়তনে শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের পরিচালনায় বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আয়োজনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি থেকে পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীম সাংবাদিকদের মাঝে চেক বিতরণ করেন । এ সময় এনামুল হক শামীম বলেন,একজন রাজনীতবিদে কাছেসবচেয়ে গুরত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন সাংবাদিক। কারন সাংবাদিকদের সঠিক লিখনির মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ নিহিত রয়েছে। করোনা ভাইরাস মোকাবেলায় শরীয়তপুর জেলার সাংবাদিকদের মাঝে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্থিক সহায়তার চেক দিয়েছেন। সাংবাদিকদের পাশে সব সময় থাকেন তিনি। এই সহায়তা তারই প্রমাণ।

জেলা প্রশাসক কাজী আবু তাহেরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, শরীয়তপুরের পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহাবুর রহমান শেখ, শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মো. রোকনুজ্জামান পারভেজ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শহীদুজ্জামান খান, যুগ্মসম্পাদক মো. মানিক মোল্যা।

এ সময় শরীয়তপুরে কর্মরত ২৭ জন সাংবাদকদের মাঝে চেক বিতরণ করা হয়। পরে অতিথিদের হাতে সম্মননা স্বারক তুলে দেয়া হয় ।

অনুষ্ঠান শেষে শরীয়তপুর ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন অফিস উদ্বোধন করে তিনজন গুণী ব্যক্তি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার , ভাষা সৈনিক জালাল উদ্দিন আহমেদ , বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী এনামুল হক সবুজকে স্বীকৃতি স্বরূপ সম্মাননা স্মারক তুলে দেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম ও শরীয়তপুর -১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু ও সংসদ সদস্য শরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক এমপি।


error: Content is protected !!