ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোনালদো, নেইমার চলে গেছে! মেসি গেলেও কিছু বদলাবে না: লা লিগা সভাপতি

গত মৌসুমেই বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন নিওনেল মেসি। নানা জঠিলতায় ক্লাব ছাড়া না হলেও আগামী মৌসুমে ‘ফ্রি’ ট্রান্সফারেই যে কোনো ক্লাবে নাম লেখাতে পারবেন আর্জেন্টাইন অধিনায়ক। অনেকের ধারণা, ম্যানচেস্টার সিটিতে তিনি চলেই যাবেন মেসি।

 

তবে মেসি চলে গেলে লা লিগার কোনো ক্ষতি হবেনা বলে মনে করেন লা লিগার সভাপতি হাভিয়ের তেবাসও। কিছুটা দম্ভ নিয়েই বললেন, মেসি চলে গেলেও লা লিগার তাতে কিছু যাবে আসবে না।

 

লিগের সভাপতি হাভিয়ের তেবাস যেমন বললেন, ‘মেসি লা লিগায় থাকুক- এটা আমরা চাই। রোনালদো আর নেইমারও কিন্তু চলে গেছে। তাতে কোনো কিছু বদলে যায়নি। আমরা প্রস্তুত আছি।’

 

মেসির বিরোধ লেগে গিয়েছিল বার্সা সভাপতি হোসেপ মারিয়া বার্তোমেউয়ের। অক্টোবরেই পদত্যাগ করেন মারিয়া বার্তোমেউয়ের। এতে করে মেসি বার্সা ছাড়ার সিদ্ধান্ত বদলাতেও পারেন, আশা করছেন ভক্তরা।

 

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে রেকর্ড ট্রান্সফার ফিতে প্যারিস সেন্ট জার্মেইতে পারি জমান ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। পরের বছর রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে চলে যান পর্তুগিজ যুবরাজ ক্রিশ্চিয়ানো রোনালদো।

 

সূত্র: গোলডটকম


error: Content is protected !!