ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নড়িয়ার সুরেশ্বর লঞ্চঘাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ দোকান ও ৩টি বসত পুড়ে  প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি 

শরীয়তপুরের প্রতিনিধিঃ সুরেশ্বর বাজারে আগুনে পুরে গেছে ১৬টি দোকান ঘর ও ৩টি বসত ঘর এতে প্রায় ১০ কোটি টাকার খতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

 

সোমবার (২৩শে নভেম্বর) সকাল ১১টার দিকে শরীয়তপুর নড়িয়া উপজেলার ঘরিসার ইউনিয়ন সুরেস্বর বাজারে এ ঘটনা ঘটে এবং মুহুর্তে ই তা ছড়িয়ে পরে।

 

আগুনের তিব্রতা বাড়তে থাকলে স্থানীয় জনতা ও নদীর পারে থাকা জাহাঙ্গীর বেপারীর পানির পাম্প ও বেরিবাধের লোকজনের প্রচেষ্টার প্রায় ১ ঘটার চেস্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।

 

পুড়ে যাওয়া দোকান গুলো হলো: কাসেম  বাবুর্চির তেল, গেস,পেট্রোল ও মুদি দোকান, আমান উল্লা দেওয়ান দুটি দোকান মোবাইল ও জন্তরাংশ এবং দুটি হোটেল ও বাড়ির দুটি থাকার ঘড়, রসিদ হাওলাদারের বাড়ি দুটি দোকান ও দুটি ঘড়, মোকসেদ পালের হার্ডওয়ারী ও মুদি দোকান, দোলোয়ার মোল্লার ওয়ার্কসব, নজরুল ইসলাম এর সেনেটরী, বোরহান বাবুর্চির বায়ের দোকান, জাকির বয়াতির কাপরের দোকান, জহির বেপারীর মেসিনারিজ দোকান, মুজাফফর দেপয়ানের মুরগির দোকান, আবুকালাম মাঝির চটপটির দোকান ও সাইফুল ছৈয়াল অটো গাড়ি সহ প্রায় ২০টি দোকানের আংশিক খতি সাধন হয়েছে।

 

এতে প্রায় ৫ কোটি টাকা খতির আশংকা করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্ষী ও স্থানীয়দের ধারনা মতে কাসেমের বাবুর্চির তেল ও গেসের দোকানের সামনে থেকে আগুনের সুত্রপাত হয়।


error: Content is protected !!