
সুইস ব্যাংকসহ বিভিন্ন দেশে গোপনে পাচার করা অর্থ অবিলম্বে ফেরত আনার নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিটের ওপর হাইকোর্টে শুনানি শেষ হয়েছে।
আজ বৃহস্পতিবার আদেশের জন্য দিন ধার্য রাখা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই দিন ধার্য করেন।
আদালতে আবেদনের পক্ষে রিটকারী আইনজীবী আব্দুল কাইয়ুম খান, দুদকের পক্ষে খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক শুনানি করেন। গত পহেলা ফেব্রুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস।