
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের কাজ ৮৪ শতাংশ শেষ হয়েছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। কক্সবাজারে প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে আজ মঙ্গলবার সকালে মন্ত্রী এ কথা জানান।
এ সময় রেলমন্ত্রী জানান, পর্যটন নগরীর সাথে সারাদেশের রেলযোগাযোগ স্থাপনে কাজ চলছে। আগামী সেপ্টেম্বরে এই রুটে ট্রেন চলাচল শুরু হতে পারে।
নুরুল ইসলাম সুজন বলেন, সারা দেশের মানুষ এই পথে ট্রেন ভ্রমণে আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আগামী নির্বাচনের আগেই এ কাজ শেষ করতে চায় রেল মন্ত্রণালয়।
ডলার সংকটের কোনো প্রভাব এই প্রকল্পে পড়েনি বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।