
মানিকছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি :
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের প্রত্যন্ত জনপদ রাইংগা পাড়ায় প্রতিষ্ঠিত রাইংগা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় বিদ্যালয় কক্ষে স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলমে সঞ্চালনায় ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার চৌধুরী, তিন টহরী ইউপি চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আবুল কাশেম, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. আসাদুজ্জামান, উপজেলা যুবলীগ সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, ইউপি সচিব মো. সুমন মিয়া ও ইউনিয়ন আ.লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান প্রমূখ।
এ সময় প্রধান অতিথি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘শিক্ষার শেখর হচ্ছে প্রাথমিক স্তর। প্রত্যন্ত এই জনপদে কোমলমতি শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে শুধু শিক্ষকদের ওপর নির্ভরশীল হলেই চলবে না। আপনাদেরকেও ছেলে মেয়েদের লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। কেননা একজন অভিভাবক তার সন্তানকে শিক্ষিত করতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে থাকে। সন্তানের সুরক্ষার প্রথম দায়িত্ব অভিভাবকের। সন্তানের প্রতি যত্নবান হয়ে তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে’।