ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে ১হাজার ৭’শ ৯৯ প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলা সদরের ট্রাস্ট ব্যাংকের পেছনে একটি টিনের ঘর থেকে ১৫ বস্তা ভারতীয় অবৈধ সিগারেট উদ্ধার করেছে আর্ম পুলিশ ব্যাটালিয়নের একটি সঙ্গীয় ফোর্স। পরে সদর থানা পুলিশের একটি টিম এ অভিযানে যোগ দেন।

 

১২সেপ্টেম্বর রাত সাড়ে ৯টা থেকে প্রায় ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে এ সব অবৈধ সিগারেট জব্দ করা হয়। খাগড়াছড়িতে ১৫টি বস্তায় ১ হাজার ৭’শ ৯৯ প্যাকেট অবৈধ সিগারেট উদ্ধার। যার বাজর মূল্য ২১ লক্ষ ৫৮হাজার ৮’শ টাকা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জন কর্মচারীকে আটক করা হয়েছে। এর মূল হোতাদের এখনো ধরতে পারেনি।

 

 

এ অভিযানে নেতৃত্ব দেন খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (আর্মড পুলিশ সুপার) কাজী মোহাম্মদ আব্দুর রহিম,আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল হাসান মোহাম্মদ যায়ীদ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক মো: খায়রুল ইসলাম।

 

সূত্রমতে, গত দু’বছরেরও বেশী সময় ধরে একটি ক্ষমতাধর সিন্ডিকেট ভারত থেকে অবৈধ পথে পানছড়ি দিয়ে খাগড়াছড়ি শহরে এনে রাতে এই চক্রটি চট্টগ্রাম শহরে পাচার করে। এ কাজে চিহ্নিত দুই/একটি ট্রান্সফোর্ট জড়িত আছে বলে যায়। তবে তারা এখনো ধরাছোঁয়ার বাইরে সময় ধরা ছোঁয়ার বাইরে। এর আগেও সাড়ে ৬৪ লক্ষ টাকার অবৈধ সিগারেট ধরা পড়লেও জড়িতদের এখনো চিহ্নিত করা হয়নি। তবে ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।

 

উদ্ধারকৃত অবৈধ সিগারেট খাগড়াছড়ি সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। ১৩ সেপ্টেম্বর ২০২৩ বুধবার সকালে খাগড়াছড়ি আর্মড পুলিশ ব্যাটালিয়ন বাদী হয়ে অবৈধভাবে চোরা চালান মামলা করা হয়েছে


error: Content is protected !!