ঢাকা, সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক দুর্ঘটনায় যোগাযোগ বন্ধ ; যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে

মানিকছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলার ওসমানীপল্লী এলাকায় খাগড়াছড়িগামী শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী লোকাল বাস ওভারটেকিং করতে গিয়ে লোকালবাস সড়কে উল্টে যায়। এতে দুই ঘণ্টার অধিক সড়কে বাস,জীপ চলাচল বন্ধ রয়েছে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৯টার পর খাগড়াছড়িগামী একটি শান্তি পরিবহন ও চট্টগ্রামগামী লোকাল বাস মানিকছড়ি উপজেলার ওসমানপল্লী এলাকায় ওভারটেকিং করার সময় লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে লোকাল বাসের ৮/১০ জন যাত্রী কম-বেশি আহত হয়। স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসকেরা আহতের চিকিৎসা দেন এবং গুরুতর আহত উপজেলার বড়ডলু এলাকার সাহেরা খাতুন(৬৫)কে চমেক হাসপাতালে প্রেরণ করেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ডা. মহি উদ্দীন জানান, আহতের মধ্যে একজন গুরুতর। তাকে(সাহেরা খাতুন) চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য ৭/৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

 

এদিকে সড়কের ওপর উল্টে যাওয়া লোকাল বাস চট্টমেট্টো-জ ১১-০১৮৫ দুই ঘণ্টার অধিক সময় সড়কে পড়ে থাকায় দু’পাশ জুড়ে প্রায় শতখানেক বাস-জীপ, সিএনজি অটোরিকশা জ্যাম পড়ে আছে। এতে শত শত যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন!

 

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, সকাল সোয়া ৯টার দিকে দুই বাসের ওভারটেকিং করার সময় চট্টগ্রামগামী লোকাল বাসটি সড়কে উল্টে যায়। এতে সড়কের দু’পাশে প্রচুর গাড়ীর আটকা পড়ে যায়। বাসটি সরাতে প্রয়োজন। আপাতত অন্য কোন পন্থায় বাসটি কিছুটা সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।


error: Content is protected !!