ঢাকা, সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
ঢাকা, সোমবার, ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মিরসরাইয়ে তিন ইউপি চেয়ারম্যানকে সম্মাননা প্রদান

 মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনটি ক্যাটাগরিতে মিরসরাইয়ে এনায়েত হোসেন নয়ন, মোহাম্মদ রেজাউল করিম মাস্টার ও শামসুল আলম দিদারকে শ্রেষ্ঠ চেয়ারম্যান সম্মাননা দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।

 

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কে.এম সাঈদ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যন মো. জসীম উদ্দিন।

 

আলোচনা সভা শেষে ২০২২-২০২৩ ইং অর্থ বছরে স্থানীয় সরকার বিভাগ থেকে মিরসরাই উপজেলায় সর্বোচ্চ জন্ম ও মৃত্যু নিবন্ধনকারী চেয়ারম্যান হিসেবে ১ নং করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, কর্ম দক্ষতা মূল্যায়ন ক্যাটাগরিতে ৩ং জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম মাস্টার ও ইউনিয়ন পরিষদে সর্বোচ্চ হোল্ডিং ট্যাক্স আদায়কারী ৯ নং মিরসরাই সদর ইউনিয়নের চেয়ারম্যান শামসুল আলম দিদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


error: Content is protected !!