ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রামগড়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে ভোক্তা অধিকার আইনে ৭টি মুদি দোকান ও আড়ত দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস।

 

 

২১ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার সন্ধ্যায় রামগড় বাজার ও সোনাইপুল বাজারে আলুর আড়তে ও মুদি দোকানে অভিযান পরিচালনা করা হয়।

 

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, মুদি দোকান ও আড়তে আলু পেঁয়াজ, ডিম সহ নিত্য প্রয়োজনীয় কৃষি পণ্যের কৃত্রিম সংকট রোধে এবং বেশি দামে বিক্রি করার অপরাধে ‘কৃষি বিপনন আইন ২০১৮’ এবং ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ এর বিভিন্ন ধারায় ৫টি মুদি দোকান ও ২টি পাইকারী আড়তদারকে ৮৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। আসামিরা আরোপিত অর্থ তাৎক্ষণিকভাবে প্রদান করায় আসামিদের সতর্ক করে মুক্ত করে দেওয়া হয়।

 

নির্বাহি ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস বলেন, বাজার মূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।


error: Content is protected !!