
ফটিকছড়ি, চট্টগ্রাম প্রতিনিধি:
ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
২৩ সেপ্টেম্বর (শনিবার) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট পৌরসভার ৪ নং ওয়ার্ডের রশিদা পুকুর এলাকায় একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত জাহেদুল ইসলাম (২৫) নামের ঐ যুবক একই এলাকার কুম্ভারপাড়াস্থ বড় বাড়ীর মোহাম্মদ হোসেনের পুত্র। পেশায় সে একজন গাড়ির নির্মাণ শ্রমিক। বিগত ছয় মাস আগে তার বিয়ে হয়।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান বলেন, বসত বাড়ির ছাদে শুকাতে দেওয়া স্ত্রীর উড়না পাশের ভবনের ছাদে পড়ে গেলে সেটি আনতে যায় সে। ভবনটির পাশ দিয়ে চলে যাওয়া ১১ হাজার ভোল্টেজের বিদ্যুৎ লাইনে লেগে তার মৃত্যু হয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্য চিকিৎসক মৃত ঘোষণা করেন।