ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, রবিবার, ১১ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রামগড়ে জাতীয় যুব দিবসের আলোচনা সভা ও ঋণ বিতরণ

রামগড়,খাগড়াছড়ি প্রতিনিধি :
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলার রামগড়ে জাতীয় যুব দিবস উদযাপনের লক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদ বিতরণের মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় যুব দিবস ২০২৩।

 

 

১ নভেম্বর ২০২৩ বুধবার সকালে উপজেলা যুব উন্নয়ন অফিস প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়ে যুব উন্নয়ন মাঠে এসে শেষ হয়।

 

পরে উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর সভাপতিত্বে  আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী উপস্থিত ছিলেন।

 

 

অন্যান্যদের মধ্যে মহিলা অধিদপ্তরের কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুমায়ূন কবির ,সংরক্ষিত নারী সদস্যা কণিকা বড়ুয়া ,উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

 

উপজেলা যুব উন্নয়ন অফিস সূত্র জানায়, উপজেলার প্রশিক্ষিত ১৫ জন যুবক যুবতীদের মাঝে ৭ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণ ও সনদপত্র প্রদান করা হয়।


error: Content is protected !!