ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে চলেনি দূরপাল্লার যানবাহন ; আটক ১০

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন স্থানে ছোটখাটো সহিংস ঘটনার মধ্যে দিয়ে পালিত হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন সড়কের টায়ারে আগুন, ককটেল বিস্ফোরণ ও গাছ ফেলে ব্যারিকেড দিয়েছে সমর্থকরা। পিকেটিং করেছে কয়েকটি স্থানে। টমটম ভাঙচুর করেছে জেলা সদরের বাস টার্মিনাল এলাকায়।তবে জেলা থেকে দুরপাল্লার কোন পরিবহন চলে নাই।

 

খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া, স্বনির্ভর, জিরোমাইল ছাড়াও দীঘিনালা ও মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে টায়ারে আগুন দেয় অবরোধকারীরা। এছাড়া সদরের বিভিন্ন আন্তঃসড়কে গাছ ও বাঁশ ফেলে সড়কে ব্যারিকেড দেন অবরোধ সমর্থকরা।

 

খাগড়াছড়ি-পানছড়ি সড়কে সড়কে আগুন, গাছের গুড়ি ফেলে ককটেল ফাটানো হয়। পরে পুলিশ, বিজিবি যৌথভাবে ওই সব এলাকায় পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। এদিকে, অবরোধের কারনে বন্ধ আছে দূর পাল্লা ও আভ্যন্তরীণ সড়কের সব ধরণের যানবাহন।

 

জেলা শহর ছাড়াও সবকটি উপজেলায় বিজিবি ও ম্যাজিস্ট্রেট টহল রয়েছে। গুরুত্বপূর্ণস্থান গুলোতে পর্যাপ্ত পুলিশি ব্যবস্থা জোরদার করা হয়েছে।

 

খাগড়াছড়ি থানার ওসি তানভির হাসান জানান, অবরোধ চলাকালে পিকেটিং করার সময় পুলিশ খাগড়াছড়ি পৌর শহরের ভাঙ্গা ব্রীজের আশপাশের এলাকা থেকে ১০ জনকে গ্রেফতার করেছে। এ ছাড়াও জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


error: Content is protected !!