ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে আওয়ামীলীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি :
সারা দেশে অবরোধের নামে বিএনপি’ জামায়াতের নৈরাজ্য ও অগ্নি সন্ত্রাসের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগ।

 

 

বৃহস্পতিবার ২রা নভেম্বর ২০২৩ দুপুরে বিশাল মিছিল বিবিরহাটের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে বাজার চত্বরে গিয়ে শেষ করে শান্তি সমাবেশে অনুষ্ঠিত হয়।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী।

 

এতে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবু তালেব চৌধুরী, উত্তর জেলা আ’ লীগের সদস্য, মেয়র ইসমাইল হোসেন,উপজেলা আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মো. শাহনাওয়াজ। জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন সাধারণ সম্পাদক রায়হান রুপুসহ আরো অনেকে।


error: Content is protected !!