ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়ির দুই উপজেলায় বিএনপির প্রায় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি:
জেলার পানছড়ি ও দীঘিনালা উপজেলা আওয়ামী যুবলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী’র উপর হামলা, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা হয়েছে। এসময় দীঘিনালায় আওয়ামী লীগের ৮ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানান স্থানীয় নেতৃবৃন্ধ।

 

 

পানছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাদী হয়ে ৫২ জনের নাম উল্ল্যখ্য করে অজ্ঞাত আরো অনেক জনকে আসামী করে মামলা করেন।

 

 

অপরদিকে মেরুং ৩ নাম্বার ওয়ার্ড যুবলীগের সাংগঠনি সম্পাদক মোঃ সাইদুল ইসলাম বাদী হয়ে ৪৪ জন নাম উল্লেখ্য করে ও অজ্ঞাত আরো অনেক জনকে আসামী করে মামলা করেন।

 

পানছড়ি থানার এজাহার সুত্রে জানা যায় , গত ২ নভেম্বর ছনটিলা এলাকায় বাগান পরিচর্যা ও পুকুরে মাছের খাবার দিয়ে আসার পথে সন্ধ্যায় কানুনগো পাড়া এলাকায় সড়ক অবরোধ আক্রমন, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নাশকতা সৃষ্টি করছিলো। এ সময় বাদী মনির হোসেনের মোটর সাইকেল ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ করে। উপরোক্ত ঘটনার সাথে সম্পৃক্ত উপজেলা বিএনপি-র সভাপতি -সম্পাদক সহ ৫২ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত আরো নেতা কর্মীর নামে থানায় এজাহার করেছেন।

 

 

দীঘিনালা থানার মামলার এজাহার সূত্রে জানা যায়, চলমান অবরোধ ও আগামী দিনের রাজনীতির মাঠে উপজেলায় শান্তি-সম্প্রতি ধরে রাখার লক্ষে মেরুং উত্তর আওয়ামী লীগের দলীয় অফিসে সভা হয়। সভা শেষে ফেরার পথে মধ্যরাতে হামলা করে একটি মোটরসাইকেল-এ অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা দ্বারা বিস্ফোরণের দায়ে পেনেল কোড ১৪৩, ৩২৩, ৩২৫, ৩০৭, ৪৩৫,৫০৬(২), ও ১১৪ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক পদার্থ আইন এর ৩,৪,৬ দ্বারা মামলা রুজু করা হয়েছে।

 

 

এ ঘটনায় ৮ জন আওয়ামীলীগের কর্মী আহত হন বলে জানা যায়। তারা হলেন বেতছড়ি ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ জসিম (৩২), সাংগঠনিক সম্পাদক, হাফিজুর রহমান (২৬), সদস্য সচিব সাইদুল ইসলাম (৪২) বাকীদের নাম জানা সম্বভ হয়নি।

 

 

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মনির ফরাজি জানান, আগামী ৫ ও ৬ নভেম্বর বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে একটি সভার আয়োজন করা হয়। সভা শেষে বাসায় ফেরার পথে বিএনপি’র নেতাকর্মী অর্তকিত হামলা চালিয়ে আমাদের ৮ জন নেতাকর্মীকে আহত করা হয়।

 

 

পানছড়ি উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ জানান, বিএনপির নেতাকর্মীরা জাতীয় সকল কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালন করে আসছে। সাধারণ জনগনের ক্ষতি সাধনে কোথাও কোন অপ্রীতিকর কিছুই করেনি। বরং বিএনপির নেতা কর্মীরা বাজারে হাটে ও রাস্তায় -বাড়ীতেও নিরাপদে নেই। অথচ আওয়ামীলীগের নেতা কর্মীরা ও পুলিশ বিএনপির নেতা কর্মীদের বাড়ীতে বাড়ীতে হানা দিচ্ছে। উপজেলা বিএনপি এহেন ঘৃণিত ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

 

 

দীঘিনালা উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক কাজী রানা জানান, দলীয় প্রোগ্রামের ২৮ তারিখের পর থেকে দীঘিনালা উপজেলা বিএনপি জাতীয় সকল কর্মসূচি শান্তিপূর্ণ ভাবে পালন করে আসছে , কিন্তু আওয়ামী লীগ বাড়ী বাড়ী গিয়ে আমাদের নেতা-কর্মীদের বাড়ীতে পুলিশসহ হানা দিচ্ছে। এরা মামলা করার জন্য গত কয়েকদিন যাবৎ ইস্যু খোঁজছে। কিন্তু বিএনপির শান্তিপূর্ণ কৌশলের কারনে কোন ইস্যু তৈরি করতে না পেরে গতকাল রাতে পরিকল্পিতভাবে নিজেরা মোটর সাইকেল পোড়ানোর মত ঘটনা ঘটিয়ে মামলা দেওয়া ইস্যু তৈরি করেছে এবং আজ মামলা দায়ের করেছে। আমরা উপজেলা বিএনপি এহেন ঘৃণিত ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

 

 

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানান, উপজেলা বিএনপি-র সভাপতি -সম্পাদক সহ ৫২ জনের নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত আরো নেতা কর্মীর নামে থানায় এজাহার করেছেন। অভিযোগ প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে তদন্দ সাপেক্ষে আসামী আটকের অভিযান চলমান রয়েছে। দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আলী জানান, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে দীঘিনালা লংগদু সড়কের বেলছড়ি এলাকায় মারধর, মোটরসাইকেল অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা বিস্ফোরণ ঘটিয়ে সম্পত্তি (মোটারসাইকেল) ক্ষতিসাধনের অভিযোগ সম্বলিত আওয়ামী লীগের পক্ষে হতে এজাহার পেক্ষিতে, বিএনপি’র ৪৪ জন ও অজ্ঞাতনামা অনেকের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজুর হওয়ার পর অভিযান চালিয়ে ২ বিএনপি’র কর্মীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান চলমান রয়েছে।


error: Content is protected !!