ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খাগড়াছড়ির দীঘিনালা ২ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

৯ নভেম্বর ২০২৩ ,বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

 

একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

 

প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, পাহাড়ে শিক্ষা প্রসারে বর্তমান সরকারের অবদান আকাশ ছুঁয়েছে। প্রাথমিক বিদ্যালয়-হাইস্কুল জাতীয়করণ, এমপিওভূক্তি, কলেজ-মাদ্রাসার অবকাঠামো থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে খাগড়াছড়ি এখন আলোকিত এক জনপদে পরিণত হয়েছে। সরকারের এই অবদানকে মনে রেখে সামর্থ্যবান নাগরিকদেরকেও শিক্ষা প্রসারে ভূমিকা রাখতে হবে।

 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকা প্রতীকে ভোট দেয়ার উদাত্ত আহ্বান জানান, খাগড়াছড়ির সাংসদ ‘প্রতিমন্ত্রী’ কুজেন্দ্র লাল ত্রিপুরা।

 

কলেজ অধ্যক্ষ সাধন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে অন্যোন্যদের মাঝে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান মোঃ কাশেম, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাতুল আলম, সংসদ সদসস্যের বড়োভাই-প্রবীন শিক্ষাবিদ নলেন্দ্র লাল ত্রিপুরা, দীঘিনালা সরকারি কলেজের উপাধ্যক্ষ তরুন কান্তি চাকমা, জেলা পরিষদের সদস্য এড. আশুতোষ চাকমা, শিক্ষাবিদ রঞ্জন কুমার চাকমা, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখতার আলী, ইপজেলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, ইউপি চেয়ারম্যান লাকী আক্তার, দীঘিনালা সরকারি কলেজের সহকারি অধ্যাপক-সাংবাদিক দীলিপ চৌধুরীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন।


error: Content is protected !!