ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, শুক্রবার, ৯ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু

সীতাকুণ্ড ,চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের সীতাকুণ্ডে পরিবারের সদস্যদের অলক্ষে পানিতে ডুবে দুই জমজ বোনের মৃত্যু হয়েছে।

১০ নভেম্বর ২০২৩ শুক্রবার বিকেলে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাজলিপাড়া এলাকার নুরুল আলম বাড়িতে জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যুর এ ঘটনা ঘটে।

নিহত জমজ দুই শিশু কন্যারা হলেন-চার বছর বয়সী সিনথিয়া ও স্নেহা। তাঁরা সোনাইছড়ি ইউনিয়নের কাজলীপাড়া এলাকার মোহাম্মদ এরশাদের কন্যা।

 

এদিকে পানিতে ডুবে জমজ দুই বোনের মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রাণাধিক প্রিয় দুই কন্যাকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে পড়েছেন তার হতভাগ্য মা-বাবা।

স্থানীয়রা জানান, বিকেলে পরিবারের সদস্যদের অলক্ষে বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। এই ঘটনার পর পরিবারের সদস্যরা যমজ দুই শিশু কন্যাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খুঁজতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে দুই যমজ কন্যা শিশুর মরদেহ ভাসতে দেখে তাদের উদ্ধার করেন। পরে তাদের বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য অহিদুল আলম চৌধুরী জানান, এই দুই জমজ শিশু ছাড়া এরশাদের ঘরে আর কোন সন্তান নেই। একসাথে দুই জন শিশুর মৃত্যুতে এরশাদের পরিবার সহ পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

 


error: Content is protected !!