ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রামগড়ে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রামগড়, খাগড়াছড়ি প্রতিনিধি:
জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগ প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ র‌্যালির উদ্বোধন, আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে খাগড়াছড়ির রামগড়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

 

 

১১ নভেম্বর শনিবার সকালে বিজয় ভাস্কার্যের সামনে উপজেলা যুবলীগ সভাপতি আবদুল কাদের এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন উপস্থিত ছিলেন।

 

পৌর কাউন্সিলর জসিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিশ্ব প্রদিপ কুমার কারর্বারী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা ভাইচ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ার ফারুক, ১নং ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মোহাম্মদ শামিম, কাউন্সিলর আহসান উল্যাহ, আবুল বশর, শ্যামল ত্রিপুরা সহ যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


error: Content is protected !!