ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ফটিকছড়িতে হালদা নদীর উপর সেতু নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন

ফটিকছড়ি, চট্টগ্রাম  প্রতিনিধি :
ফটিকছড়ির পাঁচপুকুরিয়া – সুয়াবিল এলাকায় হালদা নদীর উপর সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

 

১৩ নভেম্বর ২০২৩ , সোমবার বিকালে স্থানীয় সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীর পক্ষে ভিত্তি প্রস্তর স্থাপন করেন উপজেলা চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

 

 

পরে স্থানীয়দের উদ্যোগে সংক্ষিপ্ত আলোচনা সভা সেতু সংলগ্ন বেড়ি বাঁধে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’ লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মো: বাকের,মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সুন্দরপুর ও সুয়াবিল ইউপি চেয়ারম্যান যথাক্রমে মো: শাহনেওয়াজ ও জয়নাল আবেদীন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

উল্লেখ্য উপজেলার সুন্দরপুর ইউনিয়নের পাঁচপুকুরিয়া ও নাজিরহাট পৌরসভার সুয়াবিল এলাকায় দীর্ঘদিন ধরে হালদা নদীর উপর সেতু নির্মাণের দাবী স্থানীয়দের। এর পরিপ্রেক্ষিতে উল্লেখিত স্থানে সেতু ও উভয় পাশে সংযোগ সড়ক নির্মাণ সহ ৪৯ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। ইতিমধ্যে সেতুর টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সেতুটি বাস্তবায়ন করবে উপজেলা এলজিইডি বিভাগ। দরপত্রে আগামী ৩০ মাসের মধ্যে সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে।


error: Content is protected !!