ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জের দুই স্থানে চার ককটেল বিস্ফোরণ

মুন্সিগঞ্জ শহরে ৪ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৪ নভেম্বর) পৃথক দুটি স্থানে কাছাকাছি সময়ে চারটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাত ১১টার দিকে শহরের খালিষ্ট এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন সড়ক ও ইসলামপুর  এলাকার পিটিআই সংলগ্ন সড়কে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ নিয়ে শহরে ৯ দিনে ৩ বার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটলো। ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে পুরো এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টা আগ মুহুর্তে পরপর বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই দৌড়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় চারিদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত নই। খোঁজ নিয়ে বিস্তারিত জানানো হবে।

মুন্সিগঞ্জ সদর সার্কেল পুলিশ সুপার (এসপি) থান্ডার খায়রুল ইসলাম বলেন, বিষয়টি সম্পর্কে আমি খোঁজ নিয়ে জেনে আপনাদের পরে জানাব।

উল্লেখ্য, এর আগে গত ৫ ও ৮ নভেম্বর শহরের খালিষ্ট এলাকায় মসজিদ ও বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।


error: Content is protected !!