ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে বাস-ট্রাকে আগুন

চট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও থানা এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ৮টা ও ৯টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার দিকে কর্ণফুলী থানার শাহ আমানত সেতুর টোল প্লাজা সংলগ্ন সড়কে চলন্ত মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে গাড়িটিতে আগুন ধরেছে।

এরপর রাত ৯টার দিকে বহদ্দারহাট র‍্যাব ক্যাম্পের পাশের সড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এ বিষয়ে জানতে চান্দগাঁও থানার কর্মকর্তাকে একাধিক ফোন দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

error: Content is protected !!