ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু

সাতকানিয়া , চট্টগ্রাম প্রতিনিধি :
দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় মালবাহী পিকআপের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

 

১৯ নভেম্বর ২০২৩, রবিবার সকাল আনুমানিক ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরিফ হোসেন (২৩) চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানার বড়গাছি আন্দিপুর গ্রামের ইউনুছ আলীর ছেলে ও আরএফএল কোম্পানীর বিক্রয় প্রতিনিধি। ও মনমত বৈরাগি (৩৫) বরিশালর উজিরপুর থানার কাউরেখা গ্রামের স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে ও রয়েল সিমেন্ট কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি।

 

 

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মুহাম্মদ এরফান বলেন, রবিবার সকালে একটি মোটর সাইকেলে দুইজন কক্সবাজারের দিকে যাওয়ার পথে জনার কেঁওচিয়া মাদারবাড়ি ডিম হাউস কমিউনিটি সেন্টারে পাশে খালেকের দোকান এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী পিকআপের সাথে ধাক্কা লাগে গুরুতর আহত হয়। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার দু‘জনকে মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনায় পতিত গাড়ি দুইটি জব্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


error: Content is protected !!