
রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি:
”এন্টিভায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি” স্লোগানের মধ্য দিয়ে জেলার রামগড়ে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ (১৮ থেকে ২৪ নভেম্বর) উদযাপন করা হয়।
২০ নভেম্বর ২০২৩ ,সোমবার দুপুরে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স কন্টেইনমেন্ট স্বাস্থ্য অধিদফতরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে আলোচনা সভা শেষে হাসপাতাল প্রাঙ্গনে র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এবিএম মোজাম্মেল হক এর সভাপতিত্বে সভা ও র্যালিতে উপজেলা স্বাস্ব্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডাক্তার নাছির উদ্দিন, মেডিকেল অফিসার ডাক্তার জান্নাতুন নেছা, ডাক্তার রোকসানা ইয়াছমিন সহ হাসপাতাল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তরা বলেন, ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্বব্যাপী এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ শুরু হয়েছে। এন্টিবায়োটিক এর অপব্যবহার রোধ করার লক্ষে ঔষধ বিক্রেতা ও সেবাগ্রহীতা জন সাধারণকে নিয়ম মেনে এন্টি বায়োটিক সেবন করা এবং অপব্যবহার রোধ সহ এটির ডোজ সেবনে আরো সচেতন হওয়ার আহবান করা হয় ।