ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সিগঞ্জ -১ মনোনয়নপত্র জমা দিলেন মাকসুদ আলম ডাবলু

অধীর রাজবংশী , মুন্সিগঞ্জ :
মুন্সিগঞ্জ – ১ (শ্রীনগর -সিরাজদিখান) আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহের পর জমা দিয়েছেন মাকসুদ আলম ডাবলু ।

 

মঙ্গলবার (২১ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়নপত্র জমা দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

 

নৌকার মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমকে মাকসুদ আলম ডাবলু বলেন, ছাত্রজীবন থেকেই আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। দলের দুঃসময়ে মাঠের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলাম। এবার দলের মনোনয়ন চেয়ে আবেদনপত্র সংগ্রহ করে জমা দিয়েছি। আশা করছি, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দেবেন।

 

 

বর্তমানে তিনি সদস্য, বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটি,বাংলাদেশ আওয়ামী লীগ।পরিচালক ডেসকো লিমিটেড। সাবেক সহসম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ,কেন্দ্রীয় উপকমিটি, সাবেক অর্থ বিষয়ক সম্পাদক,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, সাবেক সহ সম্পাদক,ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি তে ছিলেন।


error: Content is protected !!