ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গুইমারাতে বিএনপি-র ৬ নেতাকর্মী আটক

গুইমারা ,খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার হাফছড়িতে চালের ট্রাকে আগুন দেওয়ার ঘটনায় মামলার এজহারভূক্ত আসামীসহ বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

 

 

২৮ নভেম্বর দিবাগত রাতে গুইমারা থানা পুলিশ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মৃত: আঃ রশিদের পুত্র আঃ লতিফ ও তার ছেলে এম এইচ বিজয়, পশ্চিম বড়পিলাক এর গিয়াসউদ্দিনের পুত্র আঃ আজিজ , মুক্তার আলী মুসল্লী , বড়পিলাকের মোঃ সাইদুল ইসলাম , হাফছড়ির বাবুল খাঁ -কে আটক করে। আটককৃত সকলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) নেতাকর্মী বলে জানা গেছে।

 

বিএনপির নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব চন্দ্র কর। তিনি বলেন গত ২৬ নভেম্বর গুইমারা’র হাফছড়িতে ট্রাকে আগুনের ঘটনায় এজাহারভূক্ত আসামি সহ ৬ জনকে আটক করা হয়েছে।

 

 

বিএনপি নেতাকর্মীদের আটকের বিষয়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গুইমারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহাগ বলেন, ট্রাকে আগুন বা নাশকতার কোন কাজে বিএনপির নেতাকর্মীরা জড়িত নয় নির্দোষ নেতাকর্মীদের মিথ্যা ও বানোয়াট অভিযোগে হয়রানি মূলক গ্রেফতার করছে পুলিশ।

 


error: Content is protected !!