ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জ-১ আসনে ৬ জন এমপি প্রার্থীর মনোনয়ন পত্র জমা

শ্রীনগর,মুন্সীগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, ৩০ নভেম্বর ২০ ২৩ বৃহস্পতিবার মনোনয়ন পত্র জমার শেষ দিনে, মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনে বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে শ্রীনগরে ৬ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

 

মনোনয়ন পত্র গ্রহণ করেন শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হোসেন পাটোয়ারী ।

প্রথমে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে শ্রীনগর উপজেলায় বেলা সাড়ে এগারটা মনোনয়ন পত্র জমা দেন গোলাম সারোয়ার কবির, েসাড়ে বারোটা আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী মহিউদ্দিন আহমেদ । বেলা দুইটাই বিকল্পধারা বাংলাদেশ মাহি বি চৌধুরী। বেলা তিনটায় জাতীয় এডভোকেট সিরাজুল ইসলাম, সাড়ে তিনটায় তৃনমুল বিএনপি’র এডভোকেট অন্তরা সেলিমা হুদা এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের চেয়াম্যান আতাউল্লাহ হাফেজ্জি।প্রার্থীদের সাথে অনেক নেতাকর্মী ও উপস্থিত ছিলেন।


error: Content is protected !!