ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
মুন্সী একাদশ চ্যাম্পিয়ন

উৎসব মুখর পরিবেশে প্রিমিয়ার লীগের জম জমাট ফাইনাল

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
খেলাধুলার উত্তেজনা, জনসমাগম আর উৎসবের আমেজে রঙিন হয়ে উঠেছিল খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। কারণ একটাই—খাগড়াছড়ি প্রিমিয়ার লীগের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

 

 

১৫ জুন ২০২৫, রবিবার বিকালে অনুষ্ঠিত এই রুদ্ধশ্বাস ফাইনালে মুখোমুখি হয়েছিল মুন্সী একাদশ ও ইসলামপুর রেনেসাঁ ক্লাব। শক্তিশালী প্রতিপক্ষ ইসলামপুর রেনেসাঁ ক্লাবকে ২৯ রানে পরাজিত করে মর্যাদার আসরটি জিতে নেয় মুন্সী একাদশ।

 

২২ মে শুরু হওয়া এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল মোট ৫টি দল। প্রতিটি ম্যাচেই ছিল উত্তেজনা ও প্রতিযোগিতার ঝলক। তবে ফাইনাল ম্যাচে যেন সব আবেগ একাকার হয়ে গিয়েছিল মাঠে খেলোয়াড় ও আয়োজকদের মধ্যে।

 

ফাইনাল ম্যাচ শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য আনিসুল আলম আনিক। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু।

 

অন্যান্যদের মধ্যে ক্রীড়া সংস্থার সদস্য নজরুল ইসলাম, মাদল বড়ুয়া ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

পুরস্কার প্রাপ্তরা হলো – টুর্নামেন্ট সেরা খেলোয়াড় আল মোমিন, ফাইনাল ম্যাচে সেরা খেলোয়ার মো. ইসমাইল, সেরা ব্যাটসম্যান : মো. রাসেল, সেরা বোলার মো. সাকিব।

 

এমন সফল আয়োজন শুধু খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়িয়েছে না বরং স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে। মাঠে উপস্থিত হাজারো দর্শক আনন্দ ও উল্লাসে ভাসিয়েছেন পুরো ফাইনালকে, যেন প্রমাণ করে দিল,খাগড়াছড়ির মাটিও পারে দেশের সেরা ক্রীড়া আয়োজনের স্বাক্ষর রাখতে।


error: Content is protected !!