ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

পাংশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত ৩জন আসামী গ্রেফতার

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি : রাজবাড়ী জেলার পাংশা থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে পৃথক মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন আসামীকে গ্রেফতার করেছে।

জানা যায়, পাংশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেনের নেতৃত্বে এসআই ননী গোপাল সরকারসহ সঙ্গীয় পুলিশ শুক্রবার রাতে উপজেলার কশবামাজাইল ইউপির নাদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী জিল্লুর রহমানকে গ্রেফতার করে। জিল্লুর রহমান নাদুরিয়া গ্রামের জামাল মন্ডলের ছেলে।

এছাড়া এএসআই বদিউজ্জামানসহ সঙ্গীয় পুলিশ পাট্টা ইউপির জোনা গ্রামে অভিযান চালিয়ে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী শাহিন প্রামানিককে গ্রেফতার করে। সে জোনা গ্রামের সাঈদ প্রামনিকের ছেলে। এএসআই দেলোয়ার হোসেনসহ সঙ্গীয় পুলিশ সরিষা ইউপির আধারকোটা গ্রামে অভিযান চালিয়ে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী আব্দুস সাত্তারকে গ্রেফতার করে। সে আধারকোটা গ্রামের মোন্তাজ আলী শেখের ছেলে।

শনিবার সকালে পাংশা থানা থেকে আসামীদের রাজবাড়ী জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা পুলিশ নিশ্চিত করেছে।


error: Content is protected !!