ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে পেঁয়াজের মূল্য তালিকা না থাকায় দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ থেকে: চাঁপাইনবাগঞ্জের শিবগঞ্জে পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে শিবগঞ্জ বাজারে অভিযান চালায় অধিদপ্তরের একটি দল।

এ সময় নিয়মানুযায়ী পেঁয়াজের মূল্য তালিকা প্রদর্শন না করায় পেঁয়াজের পাইকারী ব্যবসায়ী জুয়েল এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং খুচরা ব্যবসায়ী শামীম স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়। তিনি জানান, পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।


error: Content is protected !!