
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর পলাশে থানা পুলিশের সারাসি অভিযানে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও অন্যান্য মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করেছে পলাশ থানা পুলিশ। সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃত আসামী, চরসিন্দুর ইউনিয়নের চর আলীনগর গ্রামের সামসুল খন্দকারের ছেলে রানা খন্দকার।
অন্য মামলায় গ্রেফতারকৃত আসামীরা হলো, উপজেলার নোয়াকান্দা গ্রামের আলতাব হোসেনের ছেলে শাকিল, ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত রেফায়েত উল্লার ছেলে বোরহান উদ্দিন, চরপাড়া গ্রামের ভাড়াটিয়া নরসিংদী সদর উপজেলার সাহে প্রতাব গ্রামের খোরশেদ মিয়ার ছেলে সালাউদ্দিন দুলাল ও ঘোড়াশাল চরপাড়া গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে মো. হেলিম । বুধবার (১৬ সেপ্টেম্বর) পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে সারাসি এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন জানান, আসামীদের গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। থানা পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে ।