ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কাউন্সিলের বিরুদ্ধে ড্রাইভারকে হত্যা চেষ্টার অভিযোগ!

কুষ্টিয়া প্রতিনিধি ।। : কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর এজাজ এর বিরুদ্ধে ট্রাক ড্রাইভার নাসিরকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে হত্যার চেষ্টার অভিযোগ করেছেন নাসির। নাসির কে ঠেকাতে গিয়ে আহত হয়েছেন কুষ্টিয়া পৌরসভার কুমারগাড়া এলাকার জামসের শেখের ছেলে কলম(৪৫)। এরা দুজনেই এখন কুষ্টিয়া সদর হাসপাতালের ১০নং ওয়ার্ডে ভর্তি রয়েছে। এর মধ্যে ট্রাক ড্রাইভারের অবস্থা গুরুতর।

আহত নাসির ড্রাইভার জানান, আমি আজ (বৃহস্পতিবার) সকালে ফলের ট্রাক নিয়ে মজমপুর আসার উদ্দেশ্য বের হয়।

 

এমন সময় কুষ্টিয়া পৌরসভার ২০নং ওয়ার্ডের কাউন্সিলর এজাজুল হকের নেতৃত্বে ১৩/১৪ জন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে আমার উপর হামলা চালায়। আমাকে ঠেকাতে গিয়ে কলম আহত হন। আমার দেহের বিভিন্ন স্থানে হাতুড়ি দিয়ে আঘাত করে। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। তিনি আরো জানান, কিছুদিন আগে এজাজুল হকের গ্রুপের সুরত কাজী এক মহিলার সাথে অপকর্মে লিপ্ত হয়। আমরা তখন ঘটনাটি হাতেনাতে ধরি। এরপর থেকে তারা আমাদের শত্রু মনে করে। এর জের ধরে আজ সকালে আমাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।

 

এজাজুল হক হুকুম দিলে কুষ্টিয়া কুমারগাড়া এলাকার আসালত কাজীর ছেলে সফর কাজী(৪৫), খেদ কাজীর ছেলে হাফিজ (৪০), কাশেম কসাইয়ের ছেলে উজ্জ্বল (৪০), ইউসুফ মন্ডলের ছেলে ইয়াজউদ্দিন (৪০), পুকা কাজীর ছেলে ইয়ার কাজী সহ ১২/১৩ জন আমার উপর হামলা চালায়।
আহত কলম জানান, আমি রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখি ১২/১৩ জন মিলে নাসির ড্রাইভারকে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করছে। আমি তাদের ঠেকাতে গেলে তারা আমাকেও হাতুড়ি দিয়ে মারধর করে।

এদিকে এবিষয়ে কুষ্টিয়া পৌরসভার ২০নং ওয়ার্ড কাউন্সিলর এজাজুল হক এর মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি এঘটনার সাথে জড়িত না। আমার স্ত্রী করোনায় আক্রান্ত। আমি সকাল ৮ টার সময় হাসপাতালে খাবার নিয়ে গিয়েছিলাম। পরে ১১টার দিকে বাড়ি গিয়ে শুনলাম মারামারি হয়েছে। আমাকে প্রতিপক্ষরা ফাঁসাতে এই মিথ্যা কথা ওদের দিয়ে বলাচ্ছে।


error: Content is protected !!