ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টেকনাফে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

টেকনাফ প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ পৌর এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা এই অভিযানের সত্যতা নিশ্চিত করেন।

 

তিনি জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফ বিশেষ জোনের পরিদর্শক মো. জিল্লুর রহমান, সহকারী উপ-পরিদর্শকদের নেতৃত্বে একটি টিম উপজেলার পৌর শহরের একটি প্রাইভেট হাসপাতালের সামনে ফাহাদ ফার্মেসী দোকানের সামনে প্রধান সড়কের পশ্চিম পার্শ্বে অভিযান চালিয়ে মাদক কারবারীদের দেহ ও পলিথিন ব্যাগ তল্লাশী করে ইয়াবাসহ চার মাদক কারবারীকে আটক করা হয়।

 

আটককৃতরা হলেন,সদর ইউনিয়নের গোদারবিল এলাকার মৃত হাজী রহমত হোসেনের ছেলে মোঃ জাফর আলম প্রকাশ জাফরী (৩০), একই এলাকার নুর হোসেনের ছেলে নুর ফারুক (২১) ও দক্ষিণ কাঞ্জরপাড়া এলাকার মো. ইদ্রিসের ছেলে রবিউল হাসান প্রকাশ আজাদ (১৯)।

 

আটককৃতদের ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

এদিকে তাদের সিন্ডকেটে বেশ কয়েকজন বৈধ ব্যবসার আড়ালে মাদক কারবারে জড়িত রয়েছে।
এই সিন্ডিকেটে জিয়ার ৩ ফুফাত ভাই, পৌরসভা শাপলা চত্বরে হোটেল আল-আব্বাসের নিচে রেষ্টুরেন্ট ব্যবসা ও বেবি সুপার মার্কেটের সামনে কলা আড়ত, হাইস্কুল মাঠের পার্শ্বে চায়ের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছে। তারা হলেন, কুলাল পাড়ার মৃত সোনা মিয়ার ছেলে আব্দুর রহমান, অলিয়াবাদ এলাকার শাকের এবং তার সহোদর ভাই পারভেজ। আরো বেশ কয়েকজন এই সিন্ডডিকেটে বৈধ ব্যবসার আড়ালে দিব্যি মাদক কারবার চালিয়ে যাচ্ছ বলে এলাকায় জনশ্রুতি রয়েছে।


error: Content is protected !!