ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাজার স্থিতিশীল রাখতে শরীয়তপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

শরীয়তপুর প্রতিনিধি: দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় দ্রবাদির দাম স্থিতিশীল রাখতে শরীয়তপুরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১ সেপ্টেম্বর ২০২০) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে শরীয়তপুর জেলার সহকারী পরিচালক সুজন কাজী শরীয়তপুর জেলার সদর উপজেলায় তদারকি কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানে খাদ্যপণ্য প্রক্রিয়াকরন প্রতিষ্ঠান পরিদর্শন করাসহ চাল, ডাল, তেল, পিয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ, মূল্য ও সরবরাহ তদারকি করা হয়। এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘণ করায় ৩টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা  করা হয়। অপরদিকে খাদ্যপণ্যে ক্ষতিকর রঙ ও মেয়াদউত্তীর্ন ফ্লেভার ব্যবহার করায় মেসার্স মা-বাবার দোয়া বেকারীকে ৫ হাজার টাকা, অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য প্রক্রিয়াজাত করায় মেসার্স বেঙ্গল ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স জামাল স্টোরকে ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আবুল হোসেন ও জেলা পুলিশের একটি টিম।

শরীয়তপুর জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুজন কাজী বলেন,  জনস্বার্থে আমাদের এই তদারকিমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।


error: Content is protected !!