ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে অজ্ঞান পাটির কবলে পড়ে এক স্কুল শিক্ষকের মৃত্যু

 যশোরের কেশবপুরে অজ্ঞান পাটির কবলে পড়ে রাশিদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে।

 

থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কেশবপুর  উপজেলার পাঁজিয়া গ্রামের খোরশেদ আলীর ছেলে পাঁজিয়া পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদুল ইসলাম (৪৮) গত ১৯সেপ্টেম্বর শনিবার দুপুরের পর মনিরামপুর পশুহাটে গরু ক্রয়ের লক্ষে বাড়ি থেকে ১লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় । পথিমধ্যে অজ্ঞান পার্টির কবলে পড়ে অচেতন অবস্থায় পড়ে থাকা দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে মনিরামপুর হাসপাতালে ভর্তি করে দেয়। সেখান থেকে তাকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়।

 

সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২০ সেপ্টেম্বর রবিবার বিকালে তার মৃত্যু ঘটে। কেশবপুর স্বাস্থ্যকমপ্লেক্স থেকে থানা পুলিশ লাশ উদ্বার করে থানায় রাখে। পরের দিন সোমবার যশোর সদর হাসপাতালে তার মৃতদেহের ময়না তদন্ত সম্পন্ন শেষে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়েছে । এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।


error: Content is protected !!