ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জ থানা পুলিশের তৎপরতায় যুবকের গলাকাটা লাশ উদ্ধার,আটক-২

লালমনিরহাটের কালীগঞ্জে ধানক্ষেত থেকে শাহাদাৎ হোসেন নামের একজন ইজিবাইক চালকের গলাকাটা মরদেহ উদ্ধার হয়েছে। এদিকে তার ইজিবাইকটি উদ্ধার হয়েছে লালমনিরহাট শহর থেকে। এ ঘটনায় তাৎক্ষনিকভাবে দুজনকে আটক করেছে পুলিশ।
নিহত ২০ বছর বয়সী শাহাদাৎ কালীগঞ্জের মদাতী ইউনিয়নের খালিসা মদাতী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর রাতে মদাতী ইউনিয়নের নিপানিয়ার দোলায় ধানক্ষেত থেকে শাহাদাতের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গতকাল সোমবার বিকালের দিকে ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফিরে আসেনি শাহাদাৎ। খোঁজাখুজির পর সন্ধান না পেয়ে  সকালের দিকে পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ি থেকে আটক করা হয় সুজন নামের এক যুবককে। সে কালীগঞ্জের খালিশা মদাতী এলাকার আজিজার রহমানের ছেলে।
সুজনের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় লালমনিরহাট রেল স্টেশন এলাকা থেকে একটি ইজিবাইকসহ শামীমকে আটক করে সদর থানার এসআই আসাদ। কালীগঞ্জ উপজেলার কিসামত মদাতী গ্রামের আমিরুল হকের ছেলে শামীম।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন  ওই ইজিবাইক চালক শাহাদাতের গলাকাটা লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

error: Content is protected !!