ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কেশবপুরে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৩ প্রতিষ্টানকে ৭৩ হাজার টাকা জরিমানা 

যশোরের কেশবপুর উপজেলায় গত দুদিনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর শহরের বিআরডিপি অফিসের পেছনে অবস্থিত আমেনা ফুডস্ এন্ড তৃপ্তি হোমমেড কারখানায় বুধবার বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতাবলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারখানার শ্রমিকদের স্বাস্থ্যসম্মত পোশাক ও স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং খাদ্যদ্রব্যের প্যাকেটে তারিখ না থাকার অপরাধে ফ্যাক্টরির ম্যানেজার ইমাম হুসাইনকে ভোক্তা সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন ৷
এ সময় আগামী এক মাসের মধ্যে সকল প্রকার বৈধ কাগজপত্র ও স্বস্থ্যবিধিমেনেই খাদ্য সামগ্রী তৈরির নির্দেশ প্রদান করেন ৷ অপর দিকে মঙ্গলবার কেশবপুর উপজেলা শহরের ঢাকা বেকারীর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারীর খাবার তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় কারখানা মালিক সবুজ হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ৩ মাসের কারাদন্ড প্রদান করা হয়।
একইদিন শহরের বিল্লাল হোটেলে অভিযান পরিচালনা করে সঠিক কাগজপত্র না থাকা ও খাদ্য বিক্রির মূল্য তালিকা না পাওয়ায় হোটেল মালিক বিল্লাল হোসেনকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।##
জাহিদ আবেদীন বাবু

error: Content is protected !!