ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে আগুন;অর্ধকোটি টাকার ক্ষতি

শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে সংলগ্ন হাঁসাড়া কালী কিশোর স্কুল এন্ড কলেজ গেটের সামনে অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০/১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার দিবাগত গভীর রাতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরির্দশন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ইউএনও মোসাম্মৎ রহিমা বেগম, পিআইও অফিসার আশেকুর রহমান, স্থানীয় চেয়ারম্যান মো. সোলায়মান খানসহ অন্যান্য ব্যক্তিবর্গ।

 

স্থানীয়রা জানায়, রাত পৌণে ২ টার দিকে হঠাৎ আগুন লাগার বিষয়ে শুনতে পান। প্রথম দিকে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

 

এব্যাপারে শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।


error: Content is protected !!