
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বড় ভাই সাখাওয়াত মোল্যার (২০) লাঠির আঘাতে ছোট ভাই আলমগীর মোল্যা (১৫) নিহত হয়েছে। উপজেলার পলাশবাড়ীয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সাখাওয়াত ও আলমগীর ওই গ্রামের লিয়াকত মোল্যার ছেলে।
সুত্র জানায়, গত বুধবারে বড়ভাই সাখাওয়াত রাজমিস্ত্রীর কাজে যায়। মা-বাবা বাড়ীতে না থাকায় ছোটভাই আলমগীর ভাত রান্না করে। দুপুরে কাজ থেকে ফিরে ভাত খেতে গেলে রান্না করা ভাত নরম ও তরকারীতে লবন বেশি হওয়ায় বড়ভাই সাখাওয়াত রেগে লোহার রড দিয়ে ছোটভাই আলমগীরের মাথায় আঘাত করে। এতে আলমগীর জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে আলমগীরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। তার অবস্থা গুরুত্বর হওয়ায় মাগুরা-ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরবর্তিতে ওই রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসারত অবস্থায় আলমগীর মারা যায়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির সিদ্দিকি শুভ্র ও মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তারক বিশ্বাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওসি জানান, এ বিষয়ে এখনও কোন মামলা হয়নি। তবে সাখাওয়াত মোল্যাকে আটক করা হয়েছে।