
শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের ডামুড্যায় জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এসএম আশ্রাফুজ্জামান এর নির্দেশে ডামুড্যায় মাদক বিরোধী অভিযান চালায় জেলা ডিবি পুলিশ। জেলা ডিবি পুলিশের ওসি’র নেতৃত্বে ডামুড্যা উপজেলায় অভিযান চলাকালেআতলাকুড়ি গ্রামের ওহাব আলী বেপারীর বাড়ীর সামনে থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো: ১/ হেলাল (২২), পিতা- মিন্টু ছৈয়াল, ২/ আজাহার হোসেন @ বাবু সরদার (২৪), পিতা-কামাল সরদার, উভয় সাং- কনেশ্বর, থানা- ডামুড্যা, জেলা- শরীয়তপুরদ্বয়কে ৩০০ (তিনশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ ডামুড্যা থানাধীন আতলাকুড়ি গ্রামস্থ জনৈক ওহাব আলী বেপারীর বাড়ীর সামনে ইটের সলিং রাস্তার উপর হতে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ডামুড্যা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।