
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের প্রতিবন্ধীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টার বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে আড়গাড়াহাট এলাকায় ঘণ্টাব্যাপি চলা মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা বক্তৃতা করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, আড়গাড়াহাট চাকলা গ্রামের স্যাকানিপুকুরপাড়ার মৃত নেফাউর রহমানের ছেলে মিন্টু গত ২৪ সেপ্টেম্বর রাত ৮টার দিকে এক প্রতিবন্ধীর পরিবারের গৃহবধুকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় গৃহবধুর ঘুম ভাঙলে অন্য পুরুষের উপস্থিতি বুঝতে পেরে তাকে লাঠি দিয়ে আঘাত করে।
পরে গৃহবধুর চিৎকারে আশপাশের লোকজন দ্রæত ঘটনাস্থলে এসে মিন্টুকে আটক করে। মিন্টুর পরিবারের লোকজন জানতে পেরে ভিকটিমের বাড়িসহ আশপাশের বাড়িতে হামলা চালিয়ে মিন্টুকে ছিনিয়ে নিয়ে যায়। এর পর ভুক্তভোগী পরিবারের পক্ষ হতে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।