
,জামালপুর প্রতিনিধি মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘোষিত সারাদেশে এক কোটি বৃক্ষ রোপনের লক্ষে জামালপুরের ইসলামপুরে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে।
রবিবার বিকালে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ বিভাগের উদ্যোগে এই কর্মসুচী পালন করা হয়।সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল আনুষ্ঠানিক ভাবে এই ওই বিদ্যালয় চত্তরে বৃক্ষ রোপণ করেন।
এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ময়মনসিংহ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জামাল আব্দুন নাছের বাবুল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আরিফা আক্তার, উপজেলা আ’লীগের সহ সভাপতি শাহাদত হোসেন স্বাধীন,উপাধক্ষ ফরিদ উদ্দিন আহমেদ,শ্রম সম্পাদক জাহাঙ্গীর আলম। এছাড়াও ওইবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচীর আওতায় বিদ্যালয়ের খেলার মাঠের চার পাশে ৫০টি বৃক্ষের চারা রোপন করা হয়।