ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শিবগঞ্জে ফেনসিডিলসহ মান্দার দুজন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর-কানসাট আঞ্চলিক সড়কের খোন্দাকামাত মাস্তান বাজার এলাকা থেকে ২৬ বোতল ফেনসিডিল ও ইয়ামাহ মোটরসাইকেলসহ মান্দা উপজেলার দুজনকে আটক করে শিবগঞ্জ থানায় হস্তান্তর করেছে বিজিবি।

 

আটকরা হচ্ছে- নওগাঁর মান্দা উপজেলার ভারশো ইউনিয়নের বালিচ গ্রামের নূর মোহাম্মদের ছেলে মাহবুর রহমান (৪২) ও একই উপজেলার কুসুমবা গ্রামের আবদুর রহমানের ছেলে আমিনুল ইসলাম (৩৬)। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করে পুলিশ। এর আগে শিবগঞ্জ উপজেলার খোন্দাকামাত মাস্তান বাজার থেকে তাদের আটক করে বিজিবি। মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই আবদুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ৫৩ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মনাকষা বিওপির হাবিলদার কামাল হোসেন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।


error: Content is protected !!