ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে প্রধানমন্ত্রীর ভুয়া পিএসও আটক

প্রধানমন্ত্রীর পিএসও পরিচয়দানকারী হোসেন আলী (২৪) আটক করেছে ঝিনাইদহ র‌্যাব-৬। ঝিনাইদহ র‌্যাব-৬ এর একটি বিশেষ দল অভিযান চালিয়ে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি সোমবার বিকালে তাকে আটক করে মঙ্গলবার যশোর কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।

 

আটক হোসেন আলী মাগুরা জেলার শালীখা উপজেলার পাঁচকাউনিয়া গ্রামের সিরাজুল ইসলাম ওরফে সিরাজ মুন্সীর ছেলে।

 

পুলিশ জানায়, আটক বিল্লাল হোসেন মাননীয় প্রধানমন্ত্রীর পিএসও-১, জনাব মোঃ সালাউদ্দিন আহম্মেদ এর পরিচয় দিয়ে যশোর সদর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন বিপুল এর নিকট হতে প্রতারণার মাধ্যমে ৫০ হাজার টাকা নেয়। চক্রটি প্রধানমন্ত্রীর দপ্তরের নাম ভাংগিয়ে দীর্ঘদিন যাবৎ প্রতারণা করে আসছে বলে জানা যায়। এসময় তার কাছে থাকা দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

 

যশোর সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল বাদী হয়ে একটি মামলা করেছেন।


error: Content is protected !!