ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে ৫০পিছ ইয়াবা সহ মাদক কারবারী আটক

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ৫০পিছ ইয়াবা বড়িসহ এক মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ। ইসলামপুর সার্কেলের এএসপি সুমন মিয়ার দিক নির্দেশনায় এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চিনাডুলী ইউনিয়নের বলিয়াদহ এলাকায় অভিযান চালায়।

এ সময় বলিয়াদহ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে পূর্ব বলিয়াদহ গ্রামের আমজাদ হোসেনের পুত্র জাহিদুল ইসলাম জাহিদ(৫০)কে আটক করে। এ সময় তার নিকট থেকে ৫০টিছ ইয়াবা বড়ি পাওয়া যায়।

ইসলামপুর থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান-মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে তার বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


error: Content is protected !!