ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীনগরে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু

শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে প্রাইভেটকার চাপায় এক নারীর (৪৭) মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনও তার কোনও পরিচয় পাওয়া যায়নি। বুধবার সকাল সোয়া ১০ টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কলেজ গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 

এলাকাবাসী জানায়, এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে পথচারী পারাপারে ফুটওভার নির্মাণের দাবীতে প্রায় ৩০ মিনিটের জন্য সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিবেশ শান্ত করেন। জানা যায়, অজ্ঞাত ওই নারী রাস্তা পারাপার হওয়ার সময়ে ঢাকা গামী একটি প্রাইভেটকার চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল বাছেদ জানান, ওই নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। পরিবেশ শান্ত আছে।

 


error: Content is protected !!