ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ব নবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে কেশবপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে যশোরের কেশবপুরে কওমী উলামা পরিষদের উদ্যোগে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে কেশবপুর কাচাঁবাজার চত্বরে হাফেজ মাওলানা আসাদুজ্জামানের সভাপতিত্বে এবং মুফতি মুহাঃ হাবিবুল্লাহ’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, লাউড়ি কামিল মাদ্রাসার মুহাদ্দিস জালাল উদ্দিন, মাওঃ আব্দুর রাজাক, মাওঃ সিরাজুল ইসলাম, মাওঃ আবু মুসা সালিম, মাওঃ শফিকুল ইসলাম সাহেব, হাফেজ মোশারাফ, হাসান ফারুক প্রমুখ। সমাবশে থেকে ফ্রান্স সরকার কর্তৃক মুসলিম দেশগুলোর সরকার প্রধানদের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানানো হয়।

এসময় ফ্রান্স সরকার কর্তৃপক্ষ ক্ষমা না চাওয়া পর্যন্ত বক্তারা বাংলাদশে সরকারের কাছে ফ্রান্সের সকল পণ্য র্বজন করা ও তাদের সাথে সমস্ত কূটনৈতিক সর্ম্পক ছিন্ন করার দাবী জানান। অন্যদিকে সোমবার আছরের নামাজ শেষে কেশবপুর উলামা পরষিদের পরচিালনা কমিটি ও মুসলিম জনতার আয়োজনে কেশবপুর কাচাঁবাজার চত্বর হতে একটি বিক্ষোভ মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।


error: Content is protected !!