ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকা, বৃহস্পতিবার, ৩রা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইসলামপুরে অবৈধ ৯টি ড্রেজার মেশিন ধ্বংস করলো ভ্রাম্যমাণ আদালত

জামালপুরের ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। সোমবার বিকালে উপজেলারচর পুটিমারী ইউনিয়নের দশানি নদীর সাজেলের চর পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ছোট এবং ৫টি বড় ড্রেজার মেশিনসহ ৩০০০ফিট পাইপ ধ্বংস করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রোকনুজ্জামান।

জানাযায়, বিগত কয়েকদিন ধরে বালু দস্যু চক্র বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়ে সাজালের চর ব্রীজ, বসত ভিটাসহ বিভিন্ন স্থাপনা।

নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মোহাম্মদ রোকনুজ্জামান জানান-অভিযানে আমরা কাউকে আটক করতে পারিনি, বালু দস্যুরা আমাদের দেখেই দৌড়ে পালিয়ে যায়।বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


error: Content is protected !!